
রাজার বাজার খোয়াই নদী ব্রিজ রক্ষায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম, মানববন্ধনে সাবেক এমপি শাম্মী আক্তার
চুনারুঘাট উপজেলার রাজার বাজার খোয়াই নদী ব্রিজ রক্ষার দাবিতে পূর্বাঞ্চলের সাধারণ জনগণ ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। এই দাবিতে আজ চুনারুঘাট মধ্য বাজারে এক মানববন্ধনের আয়োজন করা হয়, যেখানে সাবেক এমপি শাম্মী আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা সাত দফা দাবি উত্থাপন করেন এবং বালুবাহী জামটাক টাক্টরসহ ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানান। তারা বলেন, অতিরিক্ত ভারী যান চলাচলের কারণে রাজার বাজার খোয়াই নদী ব্রিজের কাঠামোগত ক্ষতি হচ্ছে, যা দ্রুত ব্যবস্থা না নিলে বিপর্যয়ের কারণ হতে পারে।
সাবেক এমপি শাম্মী আক্তার তার বক্তব্যে বলেন, “এই ব্রিজ শুধু আমাদের চলাচলের পথ নয়, এটি আমাদের অর্থনৈতিক ও সামাজিক সংযোগের গুরুত্বপূর্ণ অংশ। আমরা চাই প্রশাসন দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।”
স্থানীয় জনগণ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অনতিবিলম্বে ভারী যানবাহনের চলাচল বন্ধের দাবি জানান এবং ব্রিজ রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।