
রাজাপুরের কামারখালীতে রাতভর হিন্দু ধর্মের মতুয়া সম্মেলনে হজার হাজার ভক্তের ঢল
ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কামারখালী গ্রামের সদিয়াল বাড়ি সার্বজনীন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন শাখা মন্দিরে ১৩ মার্চ ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার দিবগত রাতভর সনাতনধর্মের ২৩ তম বার্ষিক হরিনামকীর্তন ও মতুয়া মহোৎসব-২০২৫ পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠান অনিল চন্দ্র সদিয়াল এর সভাপতিত্বে ও বিপুল চন্দ্র সদিয়ালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার লেবুখালী থেকে আগত বিশিষ্ট সনাতন ধর্ম প্রচারক এপার বাংলা ওপার বাংলা মতুয়ারত্ন শ্রীমৎ উত্তম গোঁসাই। অনুষ্ঠানে ঝালকাঠি, পিরোজপুর, ভান্ডারীয়া, কাঠালিয়া, বেতাগী, নেয়ামতি, সুবিদখালী, মঠবাড়িয়া ও সাতানী সহ দেশের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০ টি মতুয়া গ্রুপের হাজার হাজার ভক্ত অংশ গ্রহন করেন। উক্ত অনুষ্ঠানে রাতভর সংগীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত কন্ঠশিল্পী মোসাঃ ছালমা বেগম (বাউল ছালমা), মিঠুন হাওলাদার (দক্ষিণা মিঠুন) ও বিভিন্ন এলাকা থেকে আগত অন্যান্য শিল্পীরা। উক্ত অনুষ্ঠান প্রতি বছরের-ন্যায় এভছরও সুন্দর ও সুশৃঙ্খল ভাবে পালিত হয়েছে।