শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

রাজস্থানে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন ৮ বন্ধু

রাজস্থানে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন ৮ বন্ধু

 

ভারতের রাজস্থানে বানস নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ৮ যুবক। বেশ কয়েক ঘন্টার তল্লাশি পর উদ্ধার করা হয় তাঁদের দেহ। মঙ্গলবার (১০ জুন) সকালে মর্মান্তিক এই ঘটনাটি সংগঠিত হয়েছে রাজস্থানের টংক জেলায়। পুলিশ সূত্রে প্রকাশ, এদিন সকালে ১১ জন বন্ধু বানস নদীর ধারে ঘুরতে গিয়েছিলেন। এরপরই তাঁরা সেখানে স্নান করার পরিকল্পনা করেন। একসঙ্গেই জলে নামেন ১১ জন। কিন্তু হঠাৎ স্রোতের টানে তলিয়ে যেতে থাকেন ৮ যুবক। তাঁদের বাঁচাতে এগিয়ে আসেন বাকিরা। কিন্তু প্রচন্ড স্রোতের কারণে তারাও তলিয়ে যেতে থাকেন। ঘটনাটি দেখে তাঁদের উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয়রা। কোনও মতে ৩ জনকে উদ্ধার করেন। বাকি ৮ জন যুবক তলিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং উদ্ধারকারী দল। স্থানীয় সূত্রে খবর, কয়েক ঘন্টার তল্লাশির পর তাঁদের দেহ উদ্ধার করা হয়। বাকি ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন। এনিয়ে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn