রাজস্থানের জয়পুরে ট্রাকের ধাক্কা ট্যাংকারে, বিস্ফোরণে মৃত ৮, পুড়ে ছাই ৪০টি গাড়ি
ভারতের রাজস্থানের জয়পুরে ভয়ংকর সড়ক দুর্ঘটনায় অগ্নিকান্ড আর বিস্ফোরণের জেরে ঝলসে মৃত্যু হল ৮ জনের। আহত প্রায় ৪০ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (২০ ডিসেম্বর ) ভোর সাড়ে ৫টায় ঘটনাটি ঘটেছে জয়পুরের এক পেট্রল পাম্পের কাছে। পেট্রল পাম্পের সামনে দাঁড় করানো ছিল একটি সিএনজি ট্যাংকার। সেই ট্যাংকারে একটি ট্রাক এসে ধাক্কা মারতেই আগুন ধরে যায়। সেই আগুন মুহুর্তেই ছড়িয়ে পড়ে। তারপরই জোরালো বিস্ফোরণ। প্রায় ৩০০ মিটার জুড়ে সেই বিস্ফোরণের প্রভাব পড়ে। একের পর এক গাড়িতে আগুন ধরে যায়। গাড়ির ভিতরেই ঝলসে অনেকের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ আরও অনেকে। দুর্ঘটনার পর বিস্ফোরণের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে, ১০ কিলোমিটার দূর থেকে তা শোনা গিয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। পেট্রল পাম্পের কাছাকাছি দাড় করানো বেশ কয়েকটি রাসায়নিক এবং তেলের ট্যাংকারে আগুন ধরে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারন করে। একের পর এক ট্যাংকার বিস্ফোরণ হয়। ভাকরোতার পুলিশ আধিকারিক মণীশ গুপ্ত সংবাদ সংস্থাকে জানিয়েছেন, অগ্নিকান্ডের জেরে বেশ কয়েকটি ট্রাক পুড়ে গিয়েছে। আহত সংখ্যা ও অনেক। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে পৌঁছেন। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ” জয়পুর- অজমের জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটেছে। সেই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।” আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থার এবং তাঁদের চিকিৎসায় যাতে কোনও রকম গাফিলতি না হয়, তাঁর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Post Views: ৪৮