সোমবার - ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়ন দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি শফিকুল,সা: সম্পাদক ইকবাল

রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়ন দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি শফিকুল,সা: সম্পাদক ইকবাল

 

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়ন দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৭৫ জন ভোটারের মধ্যে ১৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এ নির্বাচনে রাজশাহী ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নে শফিকুল – ইকবাল পরিষদ (ঢোপকল) প্রতীক ও রাজশাহী ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন মুলতান শেখ- বাকী বিল্লাহ পরিষদ মাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

রাজশাহী ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন শফিকুল – ইকবাল পরিষদ (ঢোপকল) প্রতীকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১২ টি পদে জয়লাভ করেছে।

নির্বাচন কমিশনার আলী আশরাফ মাসুম স্বাক্ষরিত চুড়ান্ত ফলাফল সীট অনুযায়ী সভাপতি পদে রাজশাহী ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন শফিকুল – ইকবাল পরিষদ মনোনীত শফিকুল (ঢোপকল) প্রতীকে (১২১) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রাজশাহী ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন মুলতান শেখ- বাকী বিল্লাহ পরিষদ মনোনীত সভাপতি পদে সুলতান (মাছ) প্রতীকে পেয়েছেন (৪৯) ভোট। রাজশাহী ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন শফিকুল – ইকবাল পরিষদ মনোনীত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ঢোপকল প্রতীকে (১১৯) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রাজশাহী ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন মুলতান শেখ- বাকী বিল্লাহ পরিষদ মনোনীত বাকি বিল্লাহ (মাছ) প্রতীকে পেয়েছেন (৪৯) ভোট।

এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে আসলাম ঢোপকল প্রতীকে (১২৫) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাছ প্রতীকে কুদরতি কুদা পেয়েছেন (৩৭) ভোট। সহ- সাধারণ সম্পাদক পদে ঢোপকল প্রতীকে আলামিন কাজল (১২৩) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু ওবাইদা পানু মাছ প্রতীকে পেয়েছেন ৪৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ঢোপকল প্রতীকে মো জনি ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহাবুল মাছ প্রতীকে পেয়েছেন ৪০ ভোট। অর্থ সম্পাদক পদে ঢোপকল প্রতীকে জাহিদ হোসেন ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল ইসলাম মাছ প্রতীকে পেয়েছেন ৪১ ভোট।

দপ্তর সম্পাদক পদে ঢোপকল প্রতীকে সাইফুল ইসলাম (১২৫) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিঠু মাছ প্রতীকে পেয়েছেন ৪৩ ভোট। প্রচার সম্পাদক পদে ঢোপকল প্রতীকে মো জয়নাল সর্বোচ্চ
( ১২৮)ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম আহমেদ মাছ প্রতীকে পেয়েছেন (৩৭)ভোট। সমাজ কল্যাণ সম্পাদক পদে আবুল কাশেম ঢোপকল প্রতীকে (১২৭) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তারনিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন চাঁদ মাছ প্রতীকে পেয়েছেন (৩৯) ভোট।আইন বিষয়ক সম্পাদক পদে ঢোপকল প্রতীকে গোলাম মোস্তফা রঞ্জু (১২৮)ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়দুল ইসলাম মাছ প্রতীকে পেয়েছেন (৪০)ভোট। ক্রিয়া বিষয়ক সম্পাদক পদে ঢোপকল প্রতীকে শাহরিয়ার ফয়সাল রনি (১২৬) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো আলেক মাছ প্রতীকে পেয়েছেন (৩৮)ভোট। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ঢোপকল প্রতীকে শাহাবুদ্দিন (১২৬) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ রানা মাছ প্রতীকে পেয়েছেন (৩৬) ভোট।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn