শুক্রবার - ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

রাজশাহীতে সিল্ক কারখানার মালিকের বিরুদ্ধে নারী কর্মীকে নির্যাতন থানায় অভিযোগ

রাজশাহীতে সিল্ক কারখানার মালিকের বিরুদ্ধে নারী কর্মীকে নির্যাতন থানায় অভিযোগ

 

রাজশাহীর বোয়ালিয়া থানার সিল্ক ফৌজদার টেক্সটাইল অ্যান্ড প্রিন্টিং কারখানার মালিক শফিকুল ইসলাম বেলাল ফৌজদারের (৬০) বিরুদ্ধে নারী কর্মীদের হয়রানি,বেতন পরিশোধ না করা ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে প্রতিষ্ঠানটির এক নারী কর্মী সুরাইয়া খাতুন শাপলা (২৭) তার বকেয়া বেতন চাইতে গেলে মালিকপক্ষের নির্যাতনের শিকার হন বলে অভিযোগ করেন। তিনি জানান,জানুয়ারি থেকে সেলসম্যান হিসেবে কাজ করলেও ফেব্রুয়ারির বেতন এখনো পাননি।

সুরাইয়ার অভিযোগ,বেতন চাইতে গেলে তাকে কুপ্রস্তাব দেওয়া হয়,যা প্রত্যাখ্যান করায় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন।

এছাড়া,তাকে নমিনি বানিয়ে মালিক অগ্রণী ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ তুলেছেন,যা থেকে মুক্তি চান তিনি।

এ ঘটনায় তিনি বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এছাড়া, আরও কয়েকজন সাবেক কর্মী মালিকের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব ও হয়রানির অভিযোগ তুলেছেন। স্থানীয়রা এ ঘটনার তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানারথানার অফিসার ইনচার্জ ওসি মোস্তাক আহমেদ বলেন,আমরা অভিযোগ পেয়েছি।
অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn