বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

রাজশাহীতে উদ্বোধন হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট

রাজশাহীতে উদ্বোধন হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট

 

রাজশাহীতে জাঁকজমক ভাবে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৫ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১১ ঘটিকায় রাজশাহী জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্রফি উন্মুক্ত করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান জনি, দপ্তর সম্পাদক সৈকত পারভেজ, যুবদলের আব্দুল কাদের উৎসব ,আবুল কালাম আজাদ সুইট, জার্মানি সুমন, জাকির হোসেন রিমন, আব্দুল কাদের বকুল, সজল, আনোয়ার হোসেন উজ্জল, আবু হেনা লালটু, মহিলা দল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা মিজানুর রহমান মিনু মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত ও কোকো সহ জুলাই আগস্টে শহীদদের শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্য শুরু করেন।

তিনি বক্তব্যে বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে উন্নয়নের জন্য বিএনপি বিকেএসপি প্রতিষ্ঠা করেছিলেন। সেখান এখন অনকে বরেন্দ্র খেলোয়ার তৈরী হচ্ছে। তারা দেশের সম্মান উজ্জল করছে। আরাফাত রহমান কোকো ছিলেন এক ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া পৃষ্ঠোপোষক। তিনি ক্রিকেট ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার উন্নয়নে কাজ করে গেছেন। তাঁর জীবদ্দশায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক অভাবিনীয় উন্নয়ন হয়েছিলো। ছিলোনা কোন দলীয়করণ। ভাল খেলোয়াররা যথাযথ মূল্যায়ন পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও খেলার উন্নয়নের কাজ করেছেন। বিএনপি আগামীতে দেশ সেবার কাজে আসার জন্য নির্বাচিত হতে পারলে রাজশাহীর খেলাধুলার উন্নয়নে আরো ব্যাপক কাজ করা হবে। এই স্টেডিয়ামের ফ্লাটলাইট সংযুক্তকরণসহ আরো স্টেডিয়াম করা হবে। তিনি আরো বলেন, বিগত সরকারের দোসররা দেশের উন্নয়ন থামিয়ে দিয়েছে। তারা চুরি করতে ব্যাস্ত ছিলো। ২০০৪ সালে রাজশাহী বিশ্বের মধ্যে হ্যাপি ইন দ্যা ওয়ার্ল্ড হয়েছিলো। কিন্তু এখন আর সেটা নাই।

উদ্বোধনী বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলেল সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি বলেন, বিগত স্বৈরাচার সরকার ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে ফেলেছে। এ অবস্থ থেকে উত্তরণ করা হবে। তিনি আরো বলেন বর্তমানে দেশে ব্যানার সংস্কৃতি দেখা যাচ্ছে। আওয়ামী লীগের দোসররা ভোলপাল্টে সেখানে সেখানে বিএনপি নেতৃবৃন্দের ছবি দিয়ে ব্যানার টাঙ্গিয়ে দখল করার চেষ্টা করছে। এদেরকে প্রতিহত করার আহ্বান জানান তিনি। সেইসাথে ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিএনপি’র নানা ধরনের পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষনা করেন। বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা সমস্ত জায়গার ভালো খেলোয়াড়দের সুযোগ দিতে চাই। ভালো খেলোয়ার বাংলাদেশের যে প্রান্তেই থাকুক তাকে আমরা তুলে নিয়ে এসে ভালো একটি স্থান অবশ্যই করে দেবো। এই বিষয়ে তারেক রহমান আমাদের কড়া নির্দেশনা দিয়ে রেখেছেন সেটা যথাযথ পালন করা হবে।

বক্তব্যের পরে প্লেয়ারদের সাথে পরিচয় পর্ব শেষে শুরু হয় খেলা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn