রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

রাজধানীর মিরপুরে নারী সাংবাদিককে ধ র্ষণে র অভিযোগ!

রাজধানীর মিরপুরে নারী সাংবাদিককে ধ র্ষণে র অভিযোগ!

 

রাজধানীর পল্লবী এলাকায় এক নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল ১৭ মার্চ সোমবার গভীর রাতে নির্মাণাধীন একটি ভবনে এ ঘটনা ঘটে। পরে আজ মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
ভুক্তভোগী নিজেকে একটি দৈনিক পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছেন। এ ঘটনায় মামলার পর এনামুল হক (৩৮) ও মহিদুর রহমান (৫০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম জানান, এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তাৎক্ষণিক আমলে নিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনই নির্মাণাধীন ভবনটির তত্ত্বাবধায়ক।
পল্লবী থানা পুলিশ জানায়, ক্যান্টনমেন্ট ও পল্লবী থানার সীমান্তবর্তী আজিজনগর এলাকায় একটি অপরাধী চক্রের বিষয়ে অনুসন্ধান করতে যান ওই নারী। তবে সেখানে পৌঁছানোর আগেই রাত ১টার দিকে ইসিবি চত্বরে তাকে আটক করে দুর্বৃত্তরা। তারা নারীকে জোর করে পল্লবীর গ্রীন সিটি বালুর মাঠ এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে আসামিরা একের পর এক তাকে ধর্ষণ করে। পরে মঙ্গলবার সকাল ৮টায় ভুক্তভোগীর মাধ্যমে খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে স্থানটি পল্লবী থানার আওতাধীন হওয়ায় ক্যান্টনমেন্ট থানা বিষয়টি তাদের জানায়। এরপর পল্লবী থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, পল্লবীতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আটজনের নামসহ মোট ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আর বাকিদের গ্রেপ্তারেও কাজ করছে পুলিশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn