
ঢাকার রাজধানীর উত্তরার দক্ষিনখান ৪৯ নং ওয়ার্ড কাওলাতে ঢাকা-১৮ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী দয়াল কুমার বড়ুয়ার উদ্যোগে এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ জুন) দুপুরে ওই এলাকার জুলেখা টাওয়ারে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক বিশিষ্ট শিল্পপতি দয়াল কুমার বড়ুয়া।
বিশেষ অতিথি ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর শিবলী মোহামম্মদ সাদেক(অবঃ),
নাফিজ মাহবুব,জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম প্রাদেশিক বিষয়ক সম্পাদক নাফিজ উদ্দিন ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূর্নীতির রিপোর্ট ২৪ ডটকম এর প্রকাশক আমিনুল ইসলাম শাহীন।
এলিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।।