রাঙ্গুনীয়া উপজেলাধীন শিলক গ্রামের ঐতিহ্যবাহী রামধর পরিবারের চতুর্থ প্রজন্মের সদস্য প্রয়াত অজিত কুমার বড়ুয়ার সহধর্মিনী শ্রীমতি আদিতি রাণী বড়ুয়া(লক্ষ্মী)’র অনিত্যসভা ইছাখালী তার নিজ বাসভবনে সুচারুভাবে সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম লিচুবাগানস্থ সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাপাল মহাথেরো, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পন্ডিত প্রফেসর ড. জিনবোধি মহাথেরো, বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সভাপতি ও চরবরমা সুগত বিহারের অধ্যক্ষ ধর্মানন্দ মহাথেরো, শিলক সুধর্মানন্দ ধাতুচৈত্য বিহারের অধ্যক্ষ উ. সুবর্ণ মহাথেরো, নানুপুর গৌতম আশ্রম বিহারের অধ্যক্ষ শান্তরক্ষিত মহাথেরো, উত্তমানন্দ থেরো, শিলক মনিহর বিহারের অধ্যক্ষ সুমনশ্রী থেরো, সাতঘরিয়াপাড় শান্তিকুঞ্জ বিহারের অধ্যক্ষ দীপানন্দ থেরো, নজরেরটিলা সার্বজনীন ধাতুরত্ন বিহারের অধ্যক্ষ সত্যানন্দ থেরো, সোনাইছড়ি রাজবিহারের উপাধ্যক্ষ নন্দপাল থেরো, সৈয়দবাড়ি ধর্মচক্র বিহারের অধ্যক্ষ নন্দশ্রী থেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা এর চেয়ারম্যান ও সংগঠক জে. বি. এস. আনন্দবোধি থেরো, উত্তর পোমরা বিহারের অধ্যক্ষ অর্পণজ্যোতি থেরো, সুগতপ্রিয় থেরো সহ আরো মহান পুজনীয় ভিক্ষুসংঘ ও উপাসক উপাসিকা, জ্ঞাতি স্বজন উপস্থিত থেকে প্রয়াতার পারলৌকিক সদগতি সুখ শান্তি কামনায় পুণ্যদান করে অনিত্য সভা সুচারুভাবে সম্পন্ন করেন।