সোমবার - ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

রাঙ্গুনিয়া কোদালা ইউনিয়নে জামায়াতে ইসলামী উদ্যোগে ইফতার অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া কোদালা ইউনিয়নে জামায়াতে ইসলামী উদ্যোগে ইফতার অনুষ্ঠিত

 

রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামী কোদালা ইউনিয়নের উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বৃহস্পতিবার ২০ই মার্চ কর্ণফুলি নদীর তীর কোদালা বাজার সংলগ্ন মাঠে এই ইফতার আয়োজন করেন। কোদালা জামায়াতে ইসলামীর সভাপতি ডা.কাজী মুহাম্মদ কুতুব উদ্দীন এর সভাপতিত্বে, সেক্রেটারি কাজী লোকমান হোসেন এর সঞ্চলানায় প্রধান অতিথি হিসাবে চট্টগ্রাম(৭) রাঙ্গুনিয়া আসনে পদপ্রার্থী, আন্তজার্তিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্য জননেতা অধ্যক্ষ আমিরুজ্জামান। প্রধান বক্তা হিসাবে ছিলেন – রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা হাসান মুরাদ। প্রধান মেহমান হিসাবে ছিলেন চট্টগ্রাম উত্তরজেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করীম, বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনীয়া ইসলামী ব্যাংক পি.এল.সি লিচু বাগান শাখার ম্যানেজার মুহাম্মদ গিয়াস উদ্দীন,রাঙ্গুনিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা শওকত হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া শিক্ষক ফেডােেশনের এর সেক্রেটারি মাষ্টার আরিফুল হাসান চৌধুরী মুরাদ, কোদালা ইউনিয়নে সহ-সভাপতি হাসান কোম্পানি ,শিলক ইউনিয়নে সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী সহ প্রমুখ নেতৃবৃন্দগন।
প্রধান অতিথি বক্তব্যকালে অধ্যক্ষ আমিরুজ্জামান বলেন- জুলাই ছাত্র আন্দোলনের অন্যতম ফসল হচ্ছে স্বৈরচারমুক্ত বাংলাদেশ, ফ্যাসিবাদের দোসরাই রাঙ্গুনিয়ায় ভিন্নমত দমনে বিভিন্ন হামলা-মামলা দিয়ে লুটের ক্রাস রাজত্ব করেছিল, আজকে তারা পালাতক।
মাহে রমজান সিয়াম সাধনার মাস। এ মাসেই মানবতার মুক্তির জন্য হেদায়াতের গ্রন্থ আল- কুরআন নাযিল করা হয়েছে। মহান আল্লাহ মানুষের চলার পথের বিধান তাঁর রাসূল (সা:) এর মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছেন। কুরআন ও সুন্নাহর আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শান্তি লাভ করা সম্ভব।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn