
রাঙ্গুনিয়ায় পাহাড়কাটার স্থান পরিদর্শনে পরিবেশ সংগঠন এ্যাড ভিশন চট্টগ্রামের নেতৃবৃন্দ
জাতীয় পরিবেশ, জলবায়ু বিষয়ক ও সামাজিক সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশের নেতৃবৃন্দ গত ২৭ জানুয়ারি ২০২৫ দুপুরে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলাধীন ১৩নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের ছাদেকনগর গ্রামের ব্রীক ফিল্ড সংলগ্ন পাহাড়ী এলাকায় পরিদর্শন করেন। পরিদর্শনকালে এ্যাড ভিশন চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, পরিবেশ ও জলবায়ূ সংগঠক মো. মাসুদ রানা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে এবং পাহাড়কেটে ইসলামপুরের এসবিএম-১ ও এমবিএম-২ ব্রীক ফিল্ড প্রকৃতির অভয়াশ্রম পাহাড় ও সেগুন বাগান কেটে ইট ভাটার কাছ করছে। একদিকে পাহাড়ের মাটি কেটে ইট তৈরি করছে, অন্যদিকে পাহাড়ের শতশত সেগুন গাছসহ নানা প্রকৃতির বৃক্ষ কেটে ইট পোড়ানোর কাজে ব্যবহার করছে। পরিবেশ সংগঠক মাসুদ রানা আরো বলেন, আমাদের সকলকে প্রকৃতি ও পরিবেশ রক্ষার দায়িত্ব হলেও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা পরিবেশ বিধ্বংসী ও অর্থ লিপ্সু কর্মকর্তাদের যোগসাজসে পরিবেশ ধ্বংসকারীরা অবাধে পাহাড় ও পাহাড়ের গাছ কাটার সুযোগ পাচ্ছে। অনতি বিলম্বে এই পাহাড় কাটা ও বৃক্ষ নিধন বন্ধ না করলে চট্টগ্রামসহ নানা পাহাড়ি অঞ্চলে প্রকৃতির চরম বিপর্যয় গড়তে পারে।
তিনি আরো বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর আন্তরিকতার সাথে দ্রুতর বিষয়টি খতিয়ে দেখলে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে চট্টগ্রামের প্রাণ প্রকৃতি রক্ষা হতে পারে। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান, সাংবাদিক নেয়াকত হোসেন লিমন, আলী মর্তুজা রাজু, মোহাম্মদ সালা উদ্দিন কাদের, প্রবীণ সাংবাদিক সাহাব উদ্দিন খালেদ ফারুক।