সোমবার - ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

রাঙ্গুনিয়ায় গুড়িয়ে দিল অবৈধ ব্রিকফিল্ড : জরিমানা আদায়

রাঙ্গুনিয়ায় গুড়িয়ে দিল অবৈধ ব্রিকফিল্ড : জরিমানা আদায়

রাঙ্গুনিয়ার অবৈধভাবে ইটভাটা পরিচালনা, পাহাড় কাটা ও টপ সয়েল কেটে আবাদী কৃষি জমি ধ্বংসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার বেতাগী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপেজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। অভিযানকালে মেসার্স কেবিএম ব্রিকস এর চিমনী ও কিলন আংশিক গুড়িয়ে দেওয়া হয় এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এছাড়া মেসার্স কেএমআর ব্রিকস নামে অপর একটি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন। অভিযানে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশের সদস্যরা।

এদিকে অভিযানকালে হামলার শিকার হয়েছে বলে অভিযোগ করেছে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর। তারা জানান, হামলায় এহসান নামে একজন স্কেভেটর চালক আহত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি নিচ্ছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার জনাব মো. আশরাফ উদ্দিন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান জানান, বেতাগী ইউনিয়নের বানিয়াখোলা এলাকায় অনুমোদনহীন ইটভাটা পরিচালনায় পরিবেশ ধ্বংসকারী ড্রাম চিমনি দ্বারা ইট পোড়ানোর কাজে কাঠ ব্যবহার করায় একটি ইটভাটার ক্ষতিকর ড্রাম চিমনি ধ্বংস করা হয়। এছাড়াও একই এলাকায় অবৈধ ভাবে পাহাড় কেটে ধ্বংস করা, জ্বালানি হিসেবে বনের কাঠ ব্যবহার ও কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে একটি ইটভাটাকে ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ছয় লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। পরিবেশ রক্ষায় প্রশাসন এর এই অভিযান অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn