রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

রাঙ্গামাটি এটিআই শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দাবি যৌক্তিক: আহসানুল হক

ক্লাস-পরীক্ষা বর্জন এবং ৮ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা
রাঙ্গামাটি এটিআই শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দাবি যৌক্তিক: আহসানুল হক

 

রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) এর শিক্ষার্থীরা আট দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন এবং অবস্থান কর্মসূচি শুরু করেছে। “ডিপ্লোমা কৃষিবিদ, এক হও লড়াই করো, অধিকার আদায় করো” এ স্লোগান সামনে রেখে তারা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে। রাঙ্গামাটি এটিআইয়ের উপসহকারী প্রশিক্ষক আহসানুল হক বলেন, তাদের উচ্চশিক্ষার দাবি যৌক্তিক এবং শিক্ষকদের সংকটও গভীর। বর্তমানে ১৯টি পদে কর্মরত মাত্র ৬ জন শিক্ষক, অথচ ২৭৯ জন শিক্ষার্থী রয়েছে। তিনি শূন্য পদগুলো পূরণের আহ্বান জানান।

রোববার (৬ এপ্রিল) সকাল ১০টায় রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রাঙ্গণে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন।

শিক্ষার্থীরা জানান, যদি তাদের দাবি আদায় না হয়, তবে তারা আগামীকাল থেকে ৮ দফা দাবি আদায়ের জন্য অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি ফয়সাল বিন ফারুক বলেন, সারা দেশে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে অন্যতম হলো:১. ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়া। ২. উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ করা। ৩. শিক্ষক সংকট দূর করতে কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়ন। ৪. কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান হিসেবে কৃষি ডিপ্লোমা শিক্ষা পরিচালনা। ৫. কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদে ডিপ্লোমা কৃষিবিদদের নিয়োগ। ৬. বেসরকারি চাকরিতে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন। ৭. মাঠ সংযুক্তি ভাতা প্রদান। ৮. চাকরিতে প্রবেশের পর উপসহকারী কৃষি কর্মকর্তাদের জন্য ফাউন্ডেশন ট্রেনিং ব্যবস্থা।

এ বিষয়ে রাঙ্গামাটি এটিআইয়ের শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়ে সরকারের কাছে দাবি জানিয়েছেন, তবে এখনো কোনো পদক্ষেপ না নেওয়া হলে তারা আরও কঠোর কর্মসূচি পালন করবেন বলে জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn