শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

রাঙ্গামাটিতে মিনিট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আহত-৪

রাঙ্গামাটি শহরে তবলছড়ি দিকে যাওয়া সিএনজিও অটোরিক্সা ও তবলছড়ি থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী মিনিট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছে।

রবিবার (৯ এপ্রিল) দুপুরে শহরের তবলছড়ি জেল রোডস্থ প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে কেউ নিহত না হলেও সিএনজি অটোরিক্সা চালকসহ ৪জন গুরুতর আহত হয়। পড়ে স্থানীয় পথচারীরা তাদেরকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহতরা হলেন-সিএনজি অটোরিক্সা চালক বিপুল চাকমা (২২), ফরিদা আক্তার (৩৫) আনোয়ারা বেগম (৫৫) এবং হাসিনা আক্তার (৪০)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রবিবার দুপুরে শহরের তবলছড়ি দিকে একটি যাত্রিবাহী সিএনজি অটোরিক্সা যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিক্সাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে অটোরিকশা চালকসহ চারজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠান।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আফসার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কবলিত দু’টি পরিবহন ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দূর্ঘটনার পরপরই ট্রাক চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn