শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

রাঙামাটির সাজেক রিসোর্টে আগুন, নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাঙামাটির সাজেক রিসোর্টে আগুন, নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

 

রাঙামাটি পাহাড়ের অন্যতম দর্শনীয় পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি রিসোর্ট, কটেজ-রেস্তোরাঁ পুড়ে ছাই। উদ্ধার ও নিয়ন্ত্রণ কাজে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪ প্লাটুনসহ ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীদের সহযোগিতায় প্রায় সাড়ে তিন ঘণ্টার প্রাণপন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির বাঘাইছড়ির মারিশ্যা ২৭-বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল মহিউদ্দিন ফারুকী।

তিনি বলেন, এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাচ্ছে না। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মারিশ্যা ব্যাটালিয়ন ২৭-বিজিবি ২ প্লাটুন ও বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪-বিজিবি’র ২ প্লাটুনসহ মোট ৪ প্লাটুন বিজিবি সদস্য আগুন নেভানোর কাজে যোগ দেয়।

তিনি আরও বলেন, বিজিবি, সেনাবাহিনী, আনসার ও দিঘীনালা ফায়ার সার্ভিসসহ স্থানীয়দের প্রাণপন সহায়তায় উক্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকান্ড সংঘটিত হওয়ার সাথে সাথে সেনাবাহিনী, বিজিবি, আনসার এবং ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে উপস্থিত না হলে সাজেক এলাকায় আরও বড়ধরণের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল বলে জানান তিনি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার জানান, আজ সোমবার দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়।

সাজেকের মেঘসজ্জা রিসোর্টের মালিক মো. শাহিন বলেন, অবকাশ রিসোর্টের পাশ থেকে আগুনের সূত্রপাত। তবে কীভাবে আগুন লেগেছে, সেটা বলতে পারছি না। আগুনে ৩০টির মতো রিসোর্ট পুড়ে গেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn