
রাউজানে সনাতন ধর্মবলম্বিদের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবে বিপুল সংখ্যক নারী পুরুষ অংশ নিয়েছে। এই উৎসব পালিত হয় বিভিন্নস্থানে থাকা জগন্নাথ মন্দির ও ধামে। উপজেলার সবচেয়ে বড় উৎসব হয়েছে পৌরসভার আট নম্বর ওয়াডের জগৎনাথ সেবাশ্রম মন্দিরে।মঙ্গলবার বিকাল চারটায় ভ্যাচুয়ালী যোগদিয়ে রথযাত্রা অনুষ্ঠানের উদ্বোধন করেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, চট্টগ্রাম হিন্দু,বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল পালিত, রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, পৌর প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশ গুপ্ত, ওসি তদন্ত ছিদ্দিুর রহমান, কাউন্সিলর এডভোকেট দিলীপ চৌধুরী, বাসু দেব সিংহ। মন্দির কমিটির সভাপতি দিলীপ চক্রবর্তীর সভাপতিত্বে ও তপন দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন টিপু কান্তি দে, সাংবাদিক প্রদীপ শীল, অশোক পালিত,দিলন মুহরী ,ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু,অনুপ চক্রবর্তী, সঞ্জিত মজুমদার, রণজিৎ শীল, সমীর শীল, বিজন চৌধুরী, ইমন সেন, বাসু পালিত, মিঠু চৌধুরী,বাটুল চৌধুরী প্রমুখ।