রাউজানে মোহাম্মদ সুমন ও খোরশেদ আলমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন
৭ নম্বর রাউজান সদর ইউনিয়নে নিরীহ মোহাম্মদ সুমন ও ব্যবসায়ী মোহাম্মদ খোরশেদ আলমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন খলিলাবাদ গ্রামবাসী।
২৩ নভেম্বর শনিবার বিকেলে রাউজান সদরের মুন্সিরঘাটাস্থ চম্পাকলি রেষ্টুরেন্টের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোহাম্মদ সুমন ও মোহাম্মদ খোরশেদ আলম। এসময় মোহাম্মদ ওসমান, মোহাম্মদ সবুরসহ এলাকার অনেকে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় স্থানীয় জনৈক নিজাম উদ্দিন হায়দার আওয়ামী লীগের আমলে প্রভাব বিস্তার করে স্থানীয়দের উপর জোর-জুলুম করে আসছিল। সে একজন ভূমিদস্যু এবং জবর দখলবাজ প্রকৃতির লোক। আমাদের মৌরশী জায়গা জমি ভোগ দখল করে রেখেছিল দীর্ঘ নয় বছর। সরকার পতনের সে পলাতক হলে আমরা আমাদের জায়গা দখল নিতে যায়। কিন্তু বর্তমানেও তিনি আমাদের নানাভাবে হয়রানি এবং আমাদের নামে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু প্রতিকার চাই।