সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

রাউজানে  বিষাক্ত  সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

রাউজানে  বিষাক্ত  সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

 রাউজানের পাহাড়তলী ইউনিয়নের অ্যাংলোপালি উচ্চবিদ্যালয় এলাকায় একটি আশ্রয়ণ প্রকল্পে সাপেড় কামড়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

শনিবার মধ্যরাত দেড়টার সময় সাপের কামড়ে গুরুতর আহত হয়। আজ রবিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে চারটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান।

নিহত গৃহবধুর নাম শামসুন নাহার (২৬)। সে একই উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন এলাকার বাসিন্দা কাতার প্রবাসী মুহাম্মদ জুয়েলের স্ত্রী। তাদের সংসারে আড়াই বছর বয়সী আকতার নামে একটি মেয়ে রয়েছে।

জানা গেছে, ঘরবর্তি মেহমান থাকার কারনে আড়াই বছর বয়সী মেয়েকে নিয়ে ঘরের মেঝেতে ঘুমিয়েছিলেন গৃহবধু শামসুন নাহার।

রাত ১টার দিকে ঘুম ভেঙে হঠাৎ বুঝতে পারেন তার পায়ে কিছু একটা কামড় দিয়েছে। আলো জ্বালাতেই দেখেন পায়ের কাছে ফণা তুলে বসে আছে একটি সাপ।

দ্রুত মেয়েকে কোলে নিয়ে ঘর থেকে বের হন তিনি। আশপাশের বাসিন্দারা এগিয়ে এসে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। আজ রবিবার ভোর সাড়ে চারটার দিকে সে মারা যায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn