রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

রাউজানে খোলা বাজারে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি করছেন ইউপি সদস্য জসিম

রাউজানে খোলা বাজারে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি করছেন ইউপি সদস্য জসিম

রাউজানে খোলা বাজারে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির উদ্যোগ নিয়েছে এক ইউপি সদস্য। ওই ইউপি সদস্যের নাম জসিম উদ্দিন। তিনি রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) সকালে রাউজান উপজেলার আমীর চৌধুরী হাটে গিয়ে দেখা যায়, ইউপি সদস্যের বিক্রয় প্রতিনিধি প্রতিকেজি পেঁয়াজ বিক্রি করছেন ১৩০ টাকায়। উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্নস্থানে খবর নিয়ে দেখা যায়, কোথাও প্রতিকেজি ১৮০ টাকা, আবার কোথাও বিক্রি হচ্ছে তার কমবেশি। এদিকে ১৩০ টাকায় বিক্রি খবর পেয়ে ভীড় করেন ক্রেতাসাধারণ। পেঁয়াজ ক্রয় করতে আসা ক্রেতা আবুল হোসেন বলেন, বাসায় পিঁয়াজ আছে, কমদামে পাওয়ায় আবারো ক্রয় করছি। ইউপি সদস্যের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।জসিম উদ্দিন মেম্বার বলেন, পেঁয়াজের অবৈধ মজুত বা কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে মূল্য বৃদ্ধি করায় খোলা বাজারে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির এই উদ্যোগ নেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত ব্যবসায়ীরা কম দামে পেঁয়াজ বিক্রি করবে না এই উদ্যোগ অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn