রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

রাউজানে অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় মোঃ শাহজাহান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে গহিরা দলই নগর এলাকার আতুরনির ঘাটা নামক রাউজান-ফটিকছড়ি সংযুক্ত অদুদিয়া সড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে। জানা যায়, সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহাজান ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ফজু খলিফার বাড়ির প্রয়াত মাহমুদুল হকের ছেলে। নিহতের ফুফাতো ভাই ওবাইদুল আকবর জানান, পরিবারের একমাত্র সন্তান শাহাজান। সেই মোটর সাইকেল চালিয়ে ফটিকছড়ির বাড়ি থেকে রাউজানের গহিরা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে সড়ক দুর্ঘটনা স্থলে পুলিশ নিয়ে যায়। সেখানে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ক্ষতিগ্রস্ত অটোরিক্সা ও মোটর সাইকেল থানা হেফাজতে নেয়া হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn