বৃহস্পতিবার - ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

রাউজানের মহামুনির কৃতি সন্তান মনোজ মুৎসুদ্দির প্রয়াণ : বিকেলে অনিত্য সভা

রাউজানের মহামুনির কৃতি সন্তান মনোজ মুৎসুদ্দির প্রয়াণ : বিকেলে অনিত্য সভা

 

রাউজান উপজেলাধীন মহামুনি পাহাড়তলী গ্রামের কৃতি সন্তান ও মহামুনি মহানন্দ সংঘরাজ বিহারের ধর্মপ্রাণ উপাসক প্রয়াত শান্তিপদ মুৎসদ্দীর মেজ সন্তান মনোজ মুৎসুদ্দী পিন্টু আজ ৫ ডিসেম্বর দিবাগত রাত ৩.৩০ মিনিটে পুরাতন চান্দগাঁও থানার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৭৬ বছর। তিনি ১ ছেলে রানা মুৎসুদ্দি ও ১ মেয়ে কেয়া মুৎসুদ্দি এবং স্ত্রী রেকে যান। আজ ৫ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ২টায় শতাব্দীর প্রাচীণ ঐতিহ্যবাহী চট্টগ্রাম বৌদ্ধ বিহারে অনিত্য সভা অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ উপাসক-উপাসিকা ও জ্ঞাতি স্বজনকে প্রয়াতকে দর্শন করে ও অনিত্য সভায় উপস্হিত হয়ে পূণ্যদান করার আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn