
রাউজানের পশ্চিম গুজরায় স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের মাঝে ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী বিতরণ
আজ ৬ জুন শুক্রবার বিকাল ৩টায় রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের মাঝে ন্যায্য মূল্যে চাউল, তেল, মসুরডাল ও চিনি বিক্রির উদ্ভোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, পশ্চিম গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আমির আলী, পশ্চিম গুজরা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ সাইফু উদ্দিন তারেক, রাউজান উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবদুল কাদের, পশ্চিম গুজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ শহীদুল ইসলাম, বিএনপি নেতা মোহাম্মদ নুরুল আমিন ফারুকী, মোহাম্মদ নুরুন নবি, যুবদল নেতা মোহাম্মদ মুবিন, জাহাঙ্গীর আলম, মোবারক আলী, আমজাদ হোসেন, মোহাম্মদ আরিফ উদ্দীন, মোহাম্মদ নেজাম উদ্দিন, মোহাম্মদ ফারুক প্রমুখ।।