রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের দাশ পাড়ায় ইন্দুনারায়ন বৈদ্য এর বসতঘরের পাশে কাঠালের ফলন আসা কাঠাল গাছ, সুপারী গাছ সহ ফলজ গাছ কেটে ফেলের অভিযোগ উঠেছে প্রতিবেশী উজ্জল দাশের বিরুদ্ধে। সোমবার ইন্দুনারায়ন বৈদ্যের স্ত্রী স্বরসতি বৈদ্য অভিযোগ করে বলেন, আমি আমার পরিবারের সদস্যরা বাড়ীতে না থাকাবস্থায় প্রতিবেশী উজ্জল দাশ আমাদের ফলজ গাছ কেটে ফেলে। এ ব্যাপারে রাউজান থানায় অভিযোগ করা হয়েছে। উজ্জল দাশ ফলজ গাছ কাটা প্রসঙ্গে বলেন, আমার জায়গায় মধ্যে থাকা গাছগুলো আমি কেটেছি। রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের দাশ পাড়ায় ফলজ গাছ কাটার বিষয়ে ক্ষতিগ্রস্থ পরিবার রাউজান থানায় অভিযোগ দায়ের করার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল ।