শুক্রবার - ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

রাউজানের কাশেম নগর সান সাইন যুব সংঘের অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ও ফাইনাল সম্পন্ন

রাউজানের কাশেম নগর সান সাইন যুব সংঘের অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ও ফাইনাল সম্পন্ন

রাউজান উপজেলা পশ্চিম গুজরা ইউনিয়নের কাশেম নগর সান সাইন যুব সংঘের উদ্যোগে আজ ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ডে-লাইট অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের খেলার শুভ উদ্বোধন করা হয়। উল্লেখ্য এ ডে-লাইট অলিম্পিক ফুটবল টুর্ণামেন্ট একদিনে উদ্বোধন ও ফাইনাল খেলা সম্পন্ন হয়। উক্ত খেলায় রাউজান ও হাটহাজারি উপজেলার ২৪টি দল অংশগ্রহণ করেন।

উদ্বোধনী খেলায় খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ। বিশেষ অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, কাশেম নগর সান সাইন যুব সংঘের সাবেক সভাপতি মোহাম্মদ আজগর হোসেন, মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ জনাব উদ্দিন, পশ্চিম গুজরা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক নুর নবী, রাউজান উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল কাদের।

হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আবুল মনছুর, মোহাম্মদ বানু, আমিরুল ইসলাম, মোহাম্মদ এমরান, জাফর আহাম্মদ, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ তছলিম, মোহাম্মদ রুমু, মোহাম্মদ আযম, আলতাফ হোসেন, জামাল উদ্দিন, মারুফ উদ্দিন, একরামুল আরিফ, ইয়াকুব, আবদুল আজিজ, যারহাইদ, সাহাদাত, আসিক, সাহাবু, মোস্তফা, রায়হান, আবদুল হাকিম, রবিউল হোসেন, সহিদ প্রমুখ।
অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করেন।।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn