বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

রমজান উপলক্ষে উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরন

রমজান উপলক্ষে উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরন

 

প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের মরহুম উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীধরপাশা গ্রামের গরীব অসহায় পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে শ্রীধরপাশা গ্রামে উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ৩ শতাধিক গরিব, দুস্থ ও অসহায় মানুষের মধ্য এ উপহার সামগ্রী বিতরণ করেছেন মরহুম উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য জাকুয়ান আলম কোরেশী। জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শ্রীধরপাশা গ্রামের মরহুম উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের সৌজন্যে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীধরপাশা গ্রামের প্রবীন মুরব্বি গন্যমান্য ব্যক্তি আফরোজ আলম কোরেশী, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত হুসেন অমৃত, সাধারন সম্পাদক মাসুম আলম কোরেশী, সহ-সভাপতি জুনেদ আহমদ, সদস্য সালমান আলম, আনোয়ার হোসেন, আব্দুল কদ্দুস, উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

পবিত্র রমজানের এ উপহার সামগ্রী বিতরন কালে উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য জাকুয়ান আলম কোরেশী বলেন, মাহে রমজান আমাদের মাঝে হাজির হয়েছে মহান আল্লাহর কৃপা অর্জনের সুযোগ হিসেবে। রমজানে সংযমী হতে হবে। রোজার মাধ্যমে শুধু পান, আহার ও জৈবিক চাহিদা বর্জনই নয়; আত্মিক পরিশুদ্ধির জন্য অন্তরের লোভ-লালসা ও নেতিবাচক চিন্তার লাগাম টেনে ধরতে হয়। রোজা রাখার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও দায়িত্ব রয়েছে অসহায়দের পাশে দাঁড়ানোর। গরিব-দুঃখীদের বিপদে তাদের সহায়তা দান রমজানেরই শিক্ষা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn