সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

রংপুরে তথ্য মেলায় হাসিনার বাণী প্রচার করায় আলোচনা-সমালোচনা ঝড়

রংপুরে তথ্য মেলায় হাসিনার বাণী প্রচার করায় আলোচনা-সমালোচনা ঝড়

রংপুরে তথ্য মেলায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি, জেলা মৎস্য, পরিবার পরিকল্পনা বিভাগ ও রংপুর জেলা সঞ্চয় স্টলে লিফলেট ও হ্যান্ড বিলে স্বৈরাচার শেখ হাসিনার বাণী প্রচার করা হয়।
শেখ হাসিনান বাণী সংযুক্ত লিফলেট ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা ঝড় শুরু হয়। স্টল ৪টি থেকে তাৎক্ষণিক সরিয়ে নেওয়া হয় হাসিনার বাণী যুক্ত লিফলেট ও হ্যান্ডবিল। তথ্য মেলার উদ্বোধন অনুষ্ঠান শুরুর আগেই সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয় লিফলেট ও হ্যান্ডবিলগুলো।
গতকাল রোববার রংপুর নগরীর টাউন হল মাঠে শুরু হয়েছে ২ দিন ব্যাপী তথ্য মেলা। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)’র আয়োজনে ২ দিন ব্যাপী ওই তথ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
হাসিনার বাণীর প্রচারের বিষয়ে জানতে চাইলে জেলা মৎস্য স্টলে থাকা সহকারি পরিচালক সঞ্জয় ব্যানার্জি বলেন, এটা আমাদের অজান্তে ভুল হয়েছে। অফিসে পূর্বের এবং বর্তমান লিফলেট একসঙ্গে থাকার কারণে ভুল করে নিয়ে আসা হয়েছে মেলায়।
এ বিষয়ে জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা ড. মোহাম্মদ সালাহ্ উদ্দিন কবীর বলেন, বর্তমানে আমি ঢাকায় অবস্থান করছি। লিফলেট গুলো ভুলবশত ওখানে নিয়ে যাওয়া হয়। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।
লিফলেট ও হ্যান্ডবিলে হাসিনার বাণী প্রচারের বিষয়ে জানতে চাইলে জেলা কর্মসংস্থান এবং জনশক্তির সহকারি পরিচালক মালিক মোহাম্মদ তৈমুর গোফরান বলেন, এটা আমাদের জানা ছিল না। স্টলের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা দুপুরে খাইতে গেলে ভুল বসত অফিস সহকারি লিফলেট গুলো স্টলে রেখে দিয়েছিল।
মেলায় আসা দর্শনাথীরা বলেন, দায় সাড়া মেলা করে আয়োজকরা ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখনো কিছু সরকারি কর্মকর্তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। একজন খুনির বক্তব্য প্রকাশ্যে এনে এভাবে প্রচার করা মানে তারা আবারও আওয়ামীলীগকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। যা কোন ভাবেই নতুন স্বাধীন বাংলাদেশে কাম্য নয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকার বলেন, বিগত ১৬ বছরের আওয়ামী প্রেম এখনো কিছু কর্মকর্তার মাঝ থেকে যায়নি। তারা ফ্যাসিষ্ট শেখ হাসিনাকে আবাবো চাচ্ছে। ফ্যাসিষ্টের বাণী প্রচারে ২৪ এর গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। যা কখনো মেনে নেওয়ার মতো নয়। তিনি বলেন, এই মেলা উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা ব্যর্থতার পরিচয় দিয়ে জনমতে প্রশ্নবিদ্ধ করেছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, ‘আমি বিষয়টি জানার পর স্টলের কর্মকর্তাদের ডেকে লিখিত ব্যাখা দিতে বলেছি। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn