বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

যৌথ বাহিনীর অভিযানে গাজীপুরে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪ 

যৌথ বাহিনীর অভিযানে গাজীপুরে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪

 

গাজীপুরের বাঘের বাজারের কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ‘কিশোর গ্যাং’ নেতা ইলিয়াস মোল্লাসহ তার ০৩ সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।গত শুক্রবার (৩০ মে) দিবাগত ভোররাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, ইলিয়াস মোল্লা, তার সহযোগী আপু, নাহিদ ও জাহিদ। ইলিয়াস দীর্ঘদিন যাবত বাঘের বাজার এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও জায়ান্ট টেক্সটাইল এলাকায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির সাথে সরাসরি জড়িত ছিল। সে পূর্বে সেনা টহলের সামনেই দেশীয় অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসের মহড়া দিয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত ভোররাতে গাজীপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে ইলিয়াস মোল্লার বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও দ্রুত ইলিয়াসসহ তার ৩ সহযোগীকে আটক করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ইলিয়াস মোল্লার বিরুদ্ধে জয়দেবপুর থানায় ৪টি মামলা রয়েছে।

এ ঘটনায় এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, দীর্ঘদিন পরে তারা সন্ত্রাস ও চাঁদাবাজদের হাত থেকে মুক্তি পেয়েছেন।

এ সংক্রান্তে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, যৌথবাহিনীর অভিযানে চিহ্নিত ইলিয়াস মোল্লা ও তার তিন সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। ভোরে তাদের জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়াধীন রযেছে। তবে ইলিয়াস মোল্লা চাঁদাবাজ, সন্ত্রাসী কিনা এব্যাপারে উনি কিছু জানেন না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn