
যুদ্ধবিরতি লংঘন পাকিস্তানের, ভারতীয় সেনার গুলিতে ৫ অনুপ্রবেশকারী নিহত
ভারতীয় সেনার গুলিতে ৫ পাক অনুপ্রবেশকারী নিহত। মঙ্গলবার (১ এপ্রিল ) ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণাঘাঁটি এলাকায় ঘটনাটি ঘটেছে। সেনাবাহিনী জানিয়েছে, অনুপ্রবেশের ছক ভেস্তে দেওয়া হয়েছে। সেনা সূত্রে প্রকাশ, মঙ্গলবার (১ এপ্রিল ) পাকসেনা যুদ্ধ বিরতি লংঘন করে সীমান্তে গুলি চালায়। একই সঙ্গে গুলি চালায় অনুপ্রবেশকারীরা ও। কাঁটাতারের বেড়া টপকে অনুপ্রবেশকারীদের এদেশে ঢুকতে মদত দিচ্ছিল পাকসেনা। সেই সময় তাদের কড়া জবাব দেন ভারতীয় জওয়ানরা। তাঁদের গুলিতে অন্তত ৫ পাক অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে বলে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। এদিন সারা দিবস ধরে গুলিবর্ষণ অব্যাহত ছিল কৃষ্ণাঘাঁটি এলাকায়। এরপর নিরাপত্তা বাড়ানো রয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, গুলির লড়াইয়ে তাদের কোনও প্রাণহানী বা সম্পত্তির ক্ষতি হয়নি। প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন,” ১ এপ্রিল নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকসেনার অনুপ্রবেশের কারণে কৃষ্ণাঘাঁটি সেক্টরে একটি মাইন বিস্ফোরণ ঘটে। তারা বিনা উসকানিতে গুলি চালায় এবং যুদ্ধবিরতি লংঘন করে। ভারতীয় সেনা এর মোকাবিলা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সীমান্তে কড়া নজর রাখা হচ্ছে।