বৃহস্পতিবার - ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন নাসিরনগরের সাবেক তিন ইউএনও

যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন নাসিরনগরের সাবেক তিন ইউএনও

 

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে বিগত সময়কালে তিন জন ইউএনও চৌধুরী মোয়াজ্জম আহম্মদ, মোহাম্মদ মোজাম্মেল হক ও সামিহা ফেরদৌসী দায়িত্ব পালন করেছিলেন।কাকতালীয় ভাবে তিনজনের মধ্য চমৎকার একটি মিল খুঁজে পাওয়া গেছে।তারা তিনজনই ছিলোন ব্যাচমেট, তিন জনই পর্যায়ক্রমে নাসিরনগরের ইউএনও হিসেবে যোগদান করেছিলেন, তিনজনই দক্ষ, মেধাবী,ে দায়িত্বশীল ও সর্বোপরি জনবান্ধব কর্মকর্তা হিসেবে নাসিরনগরেে মানুষের স্মৃতিতে অমলিন হয়ে আছেন।
এবার নতুন খবর হলো তিন জনের একই সাথে হলো যুগ্ম সচিব পদে পদোন্নতি। বৃহস্পতিবার (২০ মার্চ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য , চৌধুরী মোয়াজ্জেম আহমেদ সর্বশেষ গাইবান্ধা জেলা প্রশাসক হিসেবে কর্মরত, মোহাম্মদ মোজাম্মেল হক সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের পরিচালক হিসেবে কর্মরত এবং সামিহা ফেরদৌসী পরিকল্পনা বিভাগের উপসচিব হিসেবে নিয়োজিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn