বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে কিশোরের গুলিতে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নিহত

যুক্তরাষ্ট্রে কিশোরের গুলিতে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নিহত

 

যুক্তরাষ্ট্রের নিউজার্সির নিউয়ার্ক শহরের এক গোয়েন্দা পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগে ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পুলিশের সঙ্গে একদল দুর্বৃত্তের গুলি বিনিময় হয়েছিল বলে প্রসিকিউটররা জানিয়েছেন।পুলিশের তথ্যমতে, ২৬ বছর বয়সী নিহত জোসেফ অ্যাজকোনা গোয়েন্দা কর্মকর্তা হিসেবে নিউয়ার্ক পুলিশ বিভাগে পাঁচ বছর ধরে কাজ করছিলেন। গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টা পর তিনি হাসপাতালে মারা যান। এ ঘটনায় অপর এক পুলিশ কর্মকর্তা এবং এক সন্দেহভাজনও গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার এক সংবাদ সম্মেলনে এসেক্স কাউন্টির প্রসিকিউটর থিওডোর স্টিফেনস বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ অবৈধ আগ্নেয়াস্ত্রের তদন্ত করছিল। তখন গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও চারজনকে হেফাজতে নেয়া হয়েছে। ১৪ বছর বয়সী সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগও আনা হয়েছে।এসেক্স কাউন্টির শেরিফ আমির জোনস শনিবার এক বিবৃতিতে বলেন, প্রতিদিন আইন প্রয়োগকারী কর্মকর্তারা তাদের প্রিয়জনদের বিদায় জানিয়ে আমাদের সমাজের নিরাপত্তা ও সুস্থতার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn