বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্ট কে হতে পারেন, জানালেন ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্ট কে হতে পারেন, জানালেন ইলন মাস্ক

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও শীর্ষ ধনকুবের ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটি সাহসী ভবিষ্যদ্বাণী করেছেন। তবে সেটি নিজের সম্পর্কে নয়। ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) তিনি ভবিষ্যদ্বাণী করেছেন ভবিষ্যৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিয়ে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ট্রাম্পের ক্ষমতাবান এই মিত্র জানান, তিনি ইতোমধ্যে জানেন ট্রাম্পের উত্তরসূরি কে হতে যাচ্ছেন। ইলন মাস্ক বলেছেন, তার ধারণা ট্রাম্পের পর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের তহবিলে অন্যতম দাতা ইলন মাস্ক গত সপ্তাহে এক্সে লিখেছেন, ভ্যান্স সর্বকালের সেরা ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের ভবিষ্যৎ প্রেসিডেন্ট।

মাস্ক যুক্তরাষ্ট্রের প্রশাসনে তার দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্বের কাছে ইঙ্গিত দিয়েছেন যে ট্রাম্পের দেওয়া আদেশের মতোই মাস্কের দেওয়া আদেশও ভালো হবে।

৪০ বছর বয়সী ভ্যান্স যুক্তরাষ্ট্রের ইতিহাসের তৃতীয়-সর্বকনিষ্ঠ ভাইস প্রেসিডেন্ট। রাজনৈতিকভাবে সবচেয়ে কম অভিজ্ঞদের মধ্যে একজন। পূর্বে ওহাইওর সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

একসময় ট্রাম্পের কঠোর সমালোচক ছিলেন ভ্যান্স। তবে রাজনীতিতে প্রবেশের পর ভ্যান্সের অবস্থান উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হয়। ২০২২ সালের সিনেট প্রচারাভিযানের সময়, তিনি ট্রাম্পের অনুমোদন পেয়েছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn