শনিবার - ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

যাত্রা শুরু জাতীয় মানবাধিকার কমিশনের অফিসার্স অ্যাসোসিয়েশন

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জাতীয় মানবাধিকার কমিশনের অফিসার্স অ্যাসোসিয়েশন। সম্প্রতি কমিশনের প্রধান কার্যালয় কারওয়ান বাজার এলাকায় সব কর্মকর্তার উপস্থিতিতে জাতীয় মানবাধিকার কমিশনের অফিসার্স অ্যাসোসিয়েশনের ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। নতুন এ সংগঠনের সভাপতি কাজী আরফান আশিক ও মহাসচিব এম. রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি মোহাম্মদ গাজী সালাউদ্দিন, যুগ্ম মহাসচিব সুস্মিতা পাইক, সাংগঠনিক সম্পাদক মো. আজহার হোসেন, কোষাধ্যক্ষ মো. জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক ফারহানা সাঈদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. তৌহিদ খান ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফারজানা নাজনীন তুলতুল নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে দুইজন হলেন- জেসমিন সুলতানা ও মো. রবিউল ইসলাম।
পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে কর্তৃপক্ষের কাছে সুপারিশ উপস্থাপনসহ সদস্যদের মধ্যে পারস্পারিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মতবিনিময়ের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn