শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

যশোর ঝিকরগাছায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

যশোর ঝিকরগাছায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

 

যশোরের ঝিকরগাছা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিয়ারুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তি মারা গেছেন। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার বল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

জিয়ারুল ইসলাম ঝিকরগাছার নওয়ালি দক্ষিণ পাড়ার বাসিন্দা। তিনি বল্লা গ্রামের আনোয়ার সাহদাতের মাছ চাষের পুকুরে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। ঘটনার দিন বৈদ্যুতিক সংযোগের কাজ করার সময় তিনি শক খেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার বিষয়ে ঝিকরগাছা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn