রবিবার - ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

যশোরের ঝিকরগাছায় পুকুরের পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

যশোরের ঝিকরগাছায় পুকুরের পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

 

যশোরের ঝিকরগাছা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর নাম সুরাইয়া (২) ও সুমাইয়া (৩)। তারা ওই গ্রামের ইয়ামিন ও তার আপন ভাই মালয়েশিয়া প্রবাসী ইউসুফের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) সকাল দিকে সুমাইয়া ও সুরাইয়া দুই বোন তাদের দাদা-দাদী ও মায়ের সঙ্গে পুকুরে মাছ ধরতে যায়। এসময় তারা পুকুর পাড়ে দাঁড়িয়ে ছিল। পরে দাদা-দাদী ও মা সেখানে তাদের আর দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। কিছুক্ষণ পর দুই শিশুর মরদেহ পুকুরে ভাসতে দেখেন তারা। পরে তাদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু-জনকে মৃত ঘোষণা করেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, পুকুরের পানিতে ডুবে একসঙ্গে দুই বোনের মৃত্যুর খবর শুনেছি। এ ঘটনায় নিহতদের পরিবারের থানায় কোনো অভিযোগ করেননি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn