রবিবার - ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

যমুনা ফার্টিলাইজার চালুর দাবিতে সরিষাবাড়ীতে গণ অধিকার পরিষদের মানববন্ধন

যমুনা ফার্টিলাইজার চালুর দাবিতে সরিষাবাড়ীতে গণ অধিকার পরিষদের মানববন্ধন

 

যমুনা সার কারখানায় দ্রুত গ্যাস সরবরাহ পুনরায় চালুর দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে মানববন্ধন করেছেন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে তারাকান্দি যমুনা সার কারখানার সামনে এই মানববন্ধনের আয়োজন করে গণ অধিকার পরিষদ জামালপুর জেলা শাখা এবং সহযোগিতায় অংশ নেয় সরিষাবাড়ী উপজেলা শাখা।

মানববন্ধনে নেতারা জানান, চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে ইউরিয়া উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। দীর্ঘ ১১ মাস ধরে কারখানার অচলাবস্থার কারণে মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা দেশের শিল্প খাতের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইকবাল হোসেন। এতে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক জাকির হোসাইন,সহসভাপতি আল-আমিন মণ্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মহর, অর্থ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা আহ্বায়ক আল-আমিন মিলু, সদস্য সচিব আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম সাগর, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাঈম ইসলাম।

মানববন্ধনে সঞ্চালনা করেন, জেলা গণ অধিকার পরিষদের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম শাহীন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা যমুনা সার কারখানার গ্যাস সরবরাহ দ্রুত পুনরায় চালুর জন্য সরকারের কাছে জোরালো দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, কারখানাটি চালু না হলে দেশের কৃষি ও শিল্প খাতে উৎপাদন সংকট দেখা দেবে, যা জাতীয় অর্থনীতির জন্য বড় বিপদ ডেকে আনবে।

মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মানুষও অংশ নেন এবং যমুনা সার কারখানা সচল রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn