মৌমাছির কামড়ে ওড়িশায় প্রাণ গেল ইঞ্জিনিয়ারের
বাড়ির অদূরেই বাসা বেঁধে ছিল ঝাঁকে ঝাঁকে মৌমাছি। তাদের কামড়েই প্রাণ গেল তরুণ ইঞ্জিনিয়ারের। ভারতের ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়রংপুর থানার মহুলডিহায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে প্রকাশ, মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ মুর্মু। পেশায় ইঞ্জিনিয়ার বিশ্বনাথ মহুলডিহার এক সরকারি কোয়ার্টারে থাকতেন। ওই আবাসনের কাছেই একটি বড়সড় মৌমাছির চাক ছিল। রবিবার (২৯ ডিসেম্বর ) সকালে কোনও কারণে মৌমাছি গুলি উত্তেজিত হয়ে ওই ইঞ্জিনিয়ারকে আক্রমণ করে। মৌমাছির দল ঘিরে ধরে তাঁকে। মৌমাছির কামড়ে গুরুতর আহত হন বিশ্বনাথ। অবস্থা দেখে ছুটে আসেন প্রতিবেশীরা। স্থানীয়রাই ধরাধরি করে তাঁকে নিকটবর্তী রায়রংপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। ততক্ষণে অসংখ্য মৌমাছি কামড়ে ওই তরুণ ইঞ্জিনিয়ারের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হলে সেখানে কতর্ব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৌমাছির আক্রমণে ওই তরুণ ইঞ্জিনিয়ারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।