শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

মোরেলগঞ্জে স্বামীর মারপিটে সন্তানসহ হাসপাতালে খাদিজা

মোরেলগঞ্জে স্বামীর মারপিটে সন্তানসহ হাসপাতালে খাদিজা

 

বাগেরহাটের মোরেলগঞ্জে স্বামীর নির্যাতনে আহত হয়ে শিশু সন্তানসহ হাসপাতালে ভর্তি হয়েছেন খাদিজা বেগম (২৫) নামে এক গৃহিনী। সে জিউধরা গ্রামের আল আমীন আকনের স্ত্রী। ৩ বছর পূর্বে আলামীন ও খাদিজার বিয়ে হয়। বিয়ের ৩ মাস পরে বিদেশ চলে যান আলামীন। প্রায় দেড় বছর পরে দেশে ফিরে সংসার শুরু করলে তাদের সংসারে জন্ম নেয় একটি কন্যা সন্তান। এর পর থেকে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে আলামীন। যার ফলে স্ত্রী খাদিজাকে শারীরিক ও মানষিকভাবে নির্যাতন করতে শুরু করে সে।

সর্বশেষ গত বৃহস্পতিবার(১৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে নগদ ৪ লাখ টাকা ও একবিঘা জমি দাবিতে খাদিজাকে বেধড়ক মারপিট করে করেন আল আমীন। গুরুতর আহত খাদিজা বেগম পরদিন শুক্রবার তার শিশু সন্তান আফিদা আক্তারকে(১৫ মাস) নিয়ে হাসপাতালে ভর্তি হন। একই সাথে তিনি স্বামী, শ্বশুর, ননদসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে থানা ওসি মো. রাকিবুল হাসান বলেন, গৃহবধুকে মারপিটের ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn