শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

মোরেলগঞ্জে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের ৩দিন প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরন

মোরেলগঞ্জে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের ৩দিন প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরন

 

বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে ও বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট এর সহযোগিতায় ২৯ মে বৃহস্পতিবার বেলা ১২ টায় ২৭মে থেকে ২৯ মে ২০২৫ তিন দিনব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরন হয়েছে। পরবর্তীতে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রেজাউল করিম এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান আর সি ওয়াই এর ভারপ্রাপ্ত শিক্ষক, সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন রিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ নেছার উদ্দিন,বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রেজাউল করিম, গনিত বিভাগের বিভাগীয় প্রধান,সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন,ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এইচ.এম শহীদুল আলম, জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বেদান্ত হালদার,রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ জহিরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আাঃ ওয়াদুদ হাওলাদার ও মোঃ মশিউর রহমান খান, উপজেলা ডেপুটি টীম লিডার মোঃ মোস্তাফিজুর রহমান, প্রশিক্ষণ সমন্বয়কারী বাগেরহাট রেড ক্রিসেন্ট যুব ইউনিটের উপ যুবপ্রধান-২ মোঃ শরিফুল ইসলাম রনি ও ট্রেনিং বিভাগের প্রধান রাতুল কুমার শীল।
সভায় বক্তারা মোঃ রেজাউল করিম স্যারের চাকুরী জীবনের সফলতার দিক তুলে ধরেন ও অবসর জীবনের সুখ,সমৃদ্ধি, নিরোগ ও নৈতিক জীবন কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিদায়ী অতিথি মোঃ রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করেন এবং প্রায় ৭০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট তুলে দেন এবং এই প্রশিক্ষণ কর্মসূচিতে সহযোগিতা করার জন্য বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা ও প্রশিক্ষকদের ধন্যবাদ জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn