রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

মোরেলগঞ্জে মাদ্রসা সুপারের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

মোরেলগঞ্জে মাদ্রসা সুপারের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

 

বাগেরহাটের মোরেলগঞ্জ জিবি আমেনা খাতুন বালিকা দখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার একেএম আলি হায়দারের ওপরে হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে মাদ্রসার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে মাদরাসা চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মাদরাসার দুই শতাধিক ছাত্রী, শিক্ষক ও কর্মচারিরা মানববন্ধনে অংশ গ্রহন করেন।

জানা গেছে, গত বুধবার দুপুরে মাদরাসার সাবেক সুপার বাউন্ডারির মাদরাসার মধ্যে থাকা কিছু জমি জোরপূর্বক দখল করে দোকান ঘর নির্মার্ণের চেষ্টা করলে মাদরাসার বর্তমান ভারপ্রাপ্ত সুপার আলি হায়দারসহ কয়েকজনে বাঁধা দেন। ওই সময় সাবেক সুপার মাওলানা ইব্রাহিম হোসেন বর্তমান সুপারকে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে বিচারের দাবিতে আজ মাদরাসা চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে সহকারী শিক্ষক মো. অহিদুল ইসলাম, মৃধা ফজলুল হক, অভিভাবক হাফেজ মোঃ ইব্রাহিম, শিক্ষার্থী ফারহানা আক্তার, মিনি আক্তার, ফেরদৌসি আক্তার, লাবনী আক্তার বক্তৃতা করেন।

এবিষয়ে জানতে চাইলে সাবেক সুপার মাওলানা ইব্রাহিম হোসেন বলেন, মাদরাসা চত্বরের মধ্যে তার জমি রয়েছে। সেই জমিতে তিনি ঘর নির্মার্ণের কাজ করাতে গেলে তাকে বাঁধা দেওয়া হয়। তবে, মারপিটের কোন ঘটনা ঘটেনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn