
মোরেলগঞ্জে দুঃস্থ নারীরা পাচ্ছেন সেলাই মেশিন প্রশিক্ষন
বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর তত্ত্বাবধায়নে, এবং বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ৬০ জন দুঃস্হ নারীদের আত্মকর্মসংস্থান এর জন্য পাচ্ছেন সেলাই মেশিন প্রশিক্ষণ।
সোমবার বেলা ১১ টায় এ,সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত নারী ও কিশোরীদের অভিযোজন ও কারিগরি সহায়তা প্রদান প্রশিক্ষণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে বলেন,
এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।এবং
নারীদের আত্মকর্মসংস্থান এর বিষয়ে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ,সি লাহা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক মোল্লা,ফাউন্ডেশনের ম্যানেজার,প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থী, গন্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে।