ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। রোববার সকালে ফেনীর বিসিক সড়কের মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার দেবীদ্বার উপজেলার বনকোর্ট এলাকার মো. আ. আউয়াল মিয়ার ছেলে মো. সজিব ও তার চাচাতো ভাই মৃত আবুল হাসেম মিয়ার ছেলে মো. তরিকুল ইসলাম তারেক। তারা উপজেলার জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়তেন। আহত ব্যক্তি একই এলাকার আবদুল করিমের ছেলে মো. বাবু। নিহত তারেকের বড় ভাই এমদাদুল হক সুমন জানান, শনিবার সন্ধ্যায় তারেক, সজিব ও বাবু মোটরসাইকেলে করে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের এক বন্ধুর সঙ্গে দেখা করতে যায়। ফেরার পথে ফেনী সদরের বিসিক মোড় এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে তিন বন্ধু মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এতে তারেক ও সজিব মারা যান। গুরুতর আহত বাবু কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন।