রবিবার - ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

মোখা দেখতে সৈকতে গিয়ে ২ কপোত-কপোতী নেট দুনিয়ায় ভাইরাল

 

দেশে চলছে অতিপ্রবল সম্পন্ন ঘূর্ণিঝড় মোখার মহাবিপদ সংকেত। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, উপকূল অঞ্চলে বেধে ৮,১০,১১ মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় মোখা দেখতে সৈকতে গিয়ে ভাইরাল হয়েছে দুই কপোত-কপোতী। তারা দু’জনে এখন নেট দুনিয়ায় ভাইরাল। তাদের নিয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা -সমালোচনা।

গতকাল কক্সবাজার সমুদ্র সৈকতে এক সংবাদিক টেলিভিশনের লাইভে ঘূর্ণিঝড় মোখার সর্বশেষ অবস্থা জানাচ্ছেন। ঠিক সেসময় সাংবাদিকের ক্যামরায় ধরা পড়ে এই দুই কপোত-কপোতী জড়ি ধরে দাড়িয়ে থাকার দৃশ্য। এখন এ দৃশ্যটি নেট দুনিয়ায় ভাইরাল।

এই দুই কপোত-কপোতীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনা -সমালোচনার শেষ নেই। সংবাদকর্মী এনামুল হক নাবিদ তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেন, “ঘূর্ণিঝড়েও প্রেম হোক, উড়ে যাক সমুদ্র। তুমি সাজো আশ্রয়কেন্দ্র, আমি হতদরিদ্র।”

কালিম আহমেদ নামে সমাজকর্মী তার ফেসবুকে স্ট্যাটাসে লিখেন, বর্তমানে দুর্যোগ সময়! এ সময়ে সৈকতে আঙ্কা আঙ্কি করে জড়িয়ে ধরার মানে হয়!

মাওলানা আনিছুর রহমান নামে একজন তার ফেইসবুক আইডি স্ট্যাটাসে লিখেন, খোদার গজবের প্রতিও ভয় নেই। মানুষ কেমনে নিরাপদে যাবে সেটি না করে সৈকতে ফসটি নষ্টি করতে গেছে।

এদিকে কক্সবাজার সমুদ্র সৈকত এবং উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট সংস্থা গুলো নিরাপদ কেন্দ্রে সরিয়ে নিচ্ছে বলে জানা গেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn