সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

মোংলা বন্দরে ৫ কোটি টাকার সিগারেট জব্দ

মোংলা বন্দরে ৫ কোটি টাকার সিগারেট জব্দ

 

মিথ্যা ঘোষণা দিয়ে মোংলা বন্দরে আসা পাঁচ কোটি টাকা মুল্যের সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। অন্য পণ্য দেখিয়ে অবৈধভাবে আমদানি করা হয় এসব সিগারেট।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে বন্দর জেটিতে পিআইএল বাংলাদেশ লিমিটেডের একটি ২০ ফিট কন্টেইনারে ভর্তি ওরিস সিলভার ব্রান্ডের এসব সিগারেট জব্দ করা হয়। এই কন্টেইনারে রিবন বা ফিতা আমদানির কথা ছিল।

দির্ঘদিন আমদানীকৃত এপন্য ছাড় করাতে না আসায় সন্ধেহ হলে পন্যবাহি কন্টেইনারটি মঙ্গলবার দুপুরে বন্দর জেটিতে তল্লাশি করে মোংলা কাস্টম হাইজ কতৃপক্ষ। এর পর ওই কন্টেইনারে পাওয়া যায় সিলভার ব্রান্ডের সিগারেট। যা আমদানী নিষিদ্ধ। মিথ্যা ঘোষণা দিয়ে মুন্না এন্টারপ্রাইজ এই অবৈধ সিগারেট আমদানি করে।

জানাযায়, ঢাকা পুনারা পল্টন এলাকার মেসার্স মুন্নি এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান অবৈধভাবে এসব সিগারেট নিয়ে আসে। ৩৯০ প্যাকেজে ৭৮ লাখ শলাকার সিগারেটের আনুমানিক মূল্য আমদানি পর্যায়ে আরোপিত ৫ কোটি ৪ লাখ ৫৬ হাজার ৪০৬ টাকা।

এ ঘটনায় কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মোংলা কাস্টম হাউসের কমিশনার মুহম্মদ শফিউজ্জামান।

## আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২
১৪/০৫/২৫ইং

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn