বৃহস্পতিবার - ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মেদিনীপুরে কালেক্টরেট মোড়ে, জেলাশাসকের কার্যালয়ের সামনে চাকুরীহারা শিক্ষার্থীদের বিক্ষোভ

মেদিনীপুরে কালেক্টরেট মোড়ে, জেলাশাসকের কার্যালয়ের সামনে চাকুরীহারা শিক্ষার্থীদের বিক্ষোভ

 

আজ ৫ই এপ্রিল শনিবার, পশ্চিম মেদিনীপুর জেলার কালেক্টরেট মোরে, বিক্ষোভ দেখালেন চাকুরীহারা শিক্ষকেরা। তাদের দাবী তারা যোগ্য শিক্ষক, কিন্তু তা সত্বেও আজ তারা চাকুরীহারা। এর জন্যই তারা রাজ্য সরকারকে দায়ী করলেন।

তাদের বক্তব্য, তারা রাজনীতির শিকার হয়েছেন , বৃহস্পতিবার ২০১৬ সালের এসএস সি সম্পূর্ণ প্যানেল অবৈধ বলে সুপ্রিম কোর্ট ঘোষণা করে চাকরী বাতিল করেছে। যাহার ফলে শুক্রবার থেকে কর্মহারা হয়েছেন রাজ্যের প্রায় ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক শিক্ষিকা,

দিশেহারা হয়ে মেদিনীপুরের কর্মহারা শিক্ষকরা , শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার কালেক্টরেট এবং জেলা শাসকের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখালেন, পাশাপাশি আগামীকাল থেকে পরিবার নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও জানালেন তারা।

কালেক্টরেট মোরে ডি এম গেটের সামনে অবস্থান করার পর, প্রতিকী পথ অবরোধও করেন কালেক্টরেট মোড়ের রাস্তায় , যেখানে গাড়ির সামনে শুয়েও বিক্ষোভ দেখালেন চাকুরীহারা শিক্ষকরা। চাকুরীহারা সহ প্রত্যেকে চাকুরিহারার পরিবারও দিশেহারা হয়ে পড়লেন। কিভাবে তাদের জীবন চলবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn