
মেঘালয়ে কাটা মাটির চাপায় ২ শিশুর মৃত্যু
ভারতের উত্তর পূর্বাঞ্চলের মেঘালয়ে মর্মান্তিক হৃদয়বিদারক ঘটনা। এক্সকেভেটর দিয়ে কাটা মাটির চাপায় প্রাণ হারাল ২ শিশুর। রবিবার (৯ ফেব্রুয়ারি ) ঘটনাটি সংগঠিত হয়েছে মেঘালয়ের পশ্চিম গারো পাহাড়ের নলবাড়ি গ্রামে। জানা যায়, এক্সকেভেটর রেখে চালক চা খেতে যান। সে সময় ৫ শিশু সেখানে খেল ছিল। হঠাৎ কাটা মাটি ৫ শিশুর উপর পড়ে গেলে ঘটনাস্থলে ২ শিশুর মৃত্যু ঘটে। মৃত ২ শিশুরা হল রকিবুল (৭) ও সাহিল (৮)। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Post Views: ৪২