
চট্টগ্রাম নগরজুড়ে সারাদিনের বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে পুরো নগরীর বেশির ভাগ জায়গা। যার ফলে ভোগান্তিতে পরে চট্টগ্রাম নগরবাসী। অনেকেই বাসা থেকে বের হতে পারেন নি। অনেক দোকানপাট ও মার্কেট বন্ধ থাকতে দেখা যায়। রাস্তায় গাড়ির যেমন আনাগোনা তেমন একটা চোখে পরেনি ঠিক তেমনি মানুষের আনাগোনা – চলাচল কম ছিল। নগরের গুরুত্বপূর্ণ এলাকায় পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পরে নগরের নাগরিক।
এদিকে অনুসন্ধানে জানা যায়, নগরের অভিভাবক সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর বাসার সামনে উঠোন ও সড়ক পানিবন্ধি ছিল। দিনভর পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তি থেকে বাদ যায়নি নগর পিতাও। বাসার সামনে উঠোনে থাকা গাড়ি পানি বন্ধি অবস্থায় দেখা যায়, এর একটি ছবি ছড়িয়ে পরে মিডিয়াজুড়ে। ছবিটি মূহুর্তের মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।
এদিকে মেয়র বাসা থেকে পানি মাড়িয়ে রিকশায় চড়ে বাসা থেকে বের হয়ে টাইগারপাসের নগর ভবনের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভায় অংশ নেন। মেয়রের রিকশায় চড়া এ ছবিটিও আলোচনায় উঠে এবং নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পথে।
নগরবাসী চিন্তিত আজকের মতো বৃষ্টি আগামীকাল হলে নাগরিক সংকট দেখা দিতে পারে।
নগরের জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপ নিতে নগরের বিশিষ্ট নাগরিক সমাজ দাবি জানিয়েছেন। চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো কামাল উদ্দিন এ প্রতিবেদককে জানান, নগরের নাগরিকদের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে জলাবদ্ধতা মুক্ত নগর গড়তে জরুরি পদক্ষেপ নিতে হবে। এদিকে চট্টগ্রাম নাগরিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান জানান, অপরিকল্পিত নগর উন্নয়নের ফলে ভোগান্তি পরেছে নগরবাসী। এর থেকে উত্তরণে সহজ পথ খুঁজে বের করতে হবে নগর পিতাকে।