রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মুর্শিদাবাদে ধুলিয়ানে মৃত্যু ৩ জনের, সুরক্ষা চাইছেন স্থানীয়রা

মুর্শিদাবাদে ধুলিয়ানে মৃত্যু ৩ জনের, সুরক্ষা চাইছেন স্থানীয়রা

 

ভারতের পশ্চিমবঙ্গে হিংসায় অশান্ত মুর্শিদাবাদে এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। যদিও পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ানে হিংসাত্মক ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। অশান্ত মুর্শিদাবাদে এখন সুরক্ষা চাইছেন হিন্দুরা। রবিবার (১৩ এপ্রিল ) সকালে এক মহিলা সাংবাদিকদের জানিয়েছেন, আমরা নিরাপত্তা চাই, আর কিছু নয়। তারা আমাদের বাড়িতে ঢুকে সবকিছু ভাঙ্চুর করেছে। ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভকে ঘিরে গত শুক্রবার (১১ এপ্রিল ) অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা। হিন্দুদের ঘরবাড়ি, দোকানে ভাঙ্চুর চালায় দুস্কৃতীরা। হিংসাত্মক ঘটনায় ধুলিয়ানে প্রাণহানী হয়েছে ৩ জনের। কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে এখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিরাপত্তার দায়িত্বে  রয়েছেন। বিভিন্ন এলাকায় চলছে টহলদারি।
উল্লেখ্য, মুর্শিদাবাদের হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ১৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn