রবিবার - ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

মুম্বইয়ে নেভির স্পিড বোটের ধাক্কায় সমুদ্রে উল্টে গেল যাত্রী বোঝাই ফেরি, ১৩ জন নিহত 

মুম্বইয়ে নেভির স্পিড বোটের ধাক্কায় সমুদ্রে উল্টে গেল যাত্রী বোঝাই ফেরি, ১৩ জন নিহত

ভারতের মুম্বইয়ে মাঝ সমুদ্রে ভয়াবহ দুর্ঘটনা। ভারতীয় নৌবাহিনীর স্পিড বোটের ধাক্কায় উল্টে গেল যাত্রীবাহী ফেরি। ঘটনাটি ঘটেছে মুম্বই উপকূলে। জানা গেছে, যাত্রীবাহী ওই ফেরিতে ১১৪ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার জেরে সকলেই জলে ডুবে গিয়েছেন। ঘটনাটির খবর জানিয়েছেন খোদ মহারাষ্ট্রের মুখ‍্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। বুধবার (১৮ ডিসেম্বর ) সন্ধ্যায় তিনি জানিয়েছেন, ১০১ জনকে সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়েছে। ১৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ‍্যে ৩ জন ভারতীয় নৌসেনার আধিকারিক। আর ১০ জন সাধারণ নাগরিক। ২ জন গুরুতর আহত হয়েছেন। নীলকমল নামের নৌকাটি মুম্বইয়ের কাছে একটি জনপ্রিয় পর্যটন গন্তব‍্য এলিফ্যান্টা দ্বীপপুঞ্জ থেকে গেইওয়ে অফ ইন্ডিয়ায় যাত্রীদের নিয়ে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে নেভির একটি স্পিড বোটের সঙ্গে ধাক্কা লাগে। ফলে নৌকাটি মাঝ সমুদ্রেই ডুবে যায়। আর তা দেখেই ছুটে আসে অন‍্যান‍্য জাহাজগুলি। ভারতের উপকূলরক্ষী বাহিনীর তৎপরতায় শুরু হয় উদ্ধার কার্য। দুপুর ৩টা ৫৫ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং মেরিন পুলিশের সঙ্গে হাত মিলিয়ে উদ্ধার কাজ শুরু করে নৌসেনা। উদ্ধার কাজে নামানো হয় উপকূলরক্ষী বাহিনীর একটি বোট, মেরিন পুলিশের ৩টি বোট, নৌসেনার ১১টি বোট এবং নৌসেনার ৪টি হেলিকপ্টারকে। যাদের উদ্ধার করা হয়েছে, তাঁদের জেটি এবং কাছে পিঠের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঠিক কতজন নিখোঁজ আছেন, তা নির্দিষ্টভাবে জানানো হয়নি। ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নৌবাহিনীর একটি জাহাজ ইঞ্জিন পরীক্ষা চলাকালীন নিয়ন্ত্রণ হারিয়ে মুম্বইয়ের কারঞ্জার কাছে নীলকমল নামে যাত্রীবাহী ফেরির সঙ্গে সংঘর্ষ পড়ে। দুর্ঘটনার ২ ঘন্টা পর ফেরির সঙ্গে স্পিডবোটের সংঘর্ষের ভিডিও প্রকাশ‍্যে আসে। ইতিমধ্যেই মহারাষ্ট্রের মুখ‍্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস ঘোষণা করেছেন, যে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn