শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

মুম্বইয়ে জলের ট‍্যাংক পরিস্কার করতে নেমে ৫ শ্রমিকের প্রাণহানী

মুম্বইয়ে জলের ট‍্যাংক পরিস্কার করতে নেমে ৫ শ্রমিকের প্রাণহানী

 

 

ভারতের মহাররাষ্ট্রে জলের ট‍্যাংক পরিস্কার করতে নেমে শ্বাসরোধ হয়ে মৃত্যু হল ৫ শ্রমিকের। রবিবার (৯ মার্চ) দুপুরে মর্মান্তিক এই ঘটনাটি সংগঠিত হয়েছে মুম্বইয়ের নাগপাড়ার মিন্ট রোডের কাছে এক নির্মীয়মান ভবনে। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, রবিবার (৯ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটে নাগপাড়ার মিন্ট রোডে বিসমিল্লাহ স্পেস বিল্ডিং কমপ্লেক্সের একটি বিল্ডিংয়ে জলের ট‍্যাংক পরিস্কার করতে নামে ওই ৫ শ্রমিক। ট‍্যাংকের ভিতরে অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে পড়েন তাঁরা। শ্রমিকদের উদ্ধার করতে খবর দেওয়া হয় দমকল বিভাগকে। দমকল কর্মীরা ওই শ্রমিকদের অচেতন অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী স‍্যর জেজে হাসপাতালে নিয়ে যান। সেখানেই ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব‍্যরত চিকিৎসকরা। পরে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় আরও ১ জনের। বৃহৃমুম্বই পুরসভা ( বিএমসি) ও মুম্বই পুলিশের তরফে ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এই দুর্ঘটনার পর চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, অক্সিজেনের অভাবই মৃত্যু হয়েছে ওই শ্রমিকদের। হাসপাতালে আসার আগেই ৪ জনের মৃত্যু হয়েছিল। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় আরও ১ জনের। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই ট‍্যাংকের মধ‍্যে কোনও বিষাক্ত গ‍্যাস ছিল কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn